Posts

Showing posts from January, 2018

আমার সত্য (Amar Shotto) by কার্নিভাল ব্যান্ড (Karnival band)

তোমার স্পর্শে এ স্বপ্ন, সত্যের পথে এগিয়ে যাচ্ছে, তোমার স্মৃতি আমায়, দিচ্ছে আমায় সত্ত্ব, আমি বেঁচে আছি তোমার স্পর্শে, তুমি আমার সত্ত্ব...! আমি ভালোবাসি.........তোমায়, তুমি আমার...! জানালার ফাঁকে স্বচ্ছ এ আকাশ, তারা গুলো মুচকি হাসছে, মিষ্টি বাতাসে আমার ভিজচ্ছে হৃদয় আজ আবার......! আমি বেঁচে আছি, তোমার স্পর্শে, তুমি আমার সত্ত্ব, আমি ভালবাসি......... তোমায়, তুমি আমার...! (2X)

আত্মোৎসর্গ (Attotshorgo) By কার্নিভাল ব্যান্ড (Karnival Band)

স্বর্গ চাই না, নামবো নরকে থাকুক জগত  তোমার সেতু তে, থাকবো আমি  রক্তক্ষরণে! দিপ্ত চোখে নির্বাসিত, প্রাণহীন এ জগত  মরচে পড়া এ কাব্যগ্রন্থে! স্পর্শ করবো, পাথরের মন্ত্রে  শব্দের ভীড়ে সাদাকালো ছকে  তীব্র স্রোতে বীভৎস নৃত্যে! দিপ্ত চোখে নির্বাসিত, প্রাণহীন এ জগত  মরচে পড়া এ কাব্যগ্রন্থে!