আত্মোৎসর্গ (Attotshorgo) By কার্নিভাল ব্যান্ড (Karnival Band)



স্বর্গ চাই না, নামবো নরকে
থাকুক জগত 
তোমার সেতু তে,
থাকবো আমি 
রক্তক্ষরণে!
দিপ্ত চোখে
নির্বাসিত,
প্রাণহীন এ জগত 
মরচে পড়া এ কাব্যগ্রন্থে!


স্পর্শ করবো, পাথরের মন্ত্রে 
শব্দের ভীড়ে সাদাকালো ছকে 
তীব্র স্রোতে বীভৎস নৃত্যে!
দিপ্ত চোখে
নির্বাসিত,
প্রাণহীন এ জগত 
মরচে পড়া এ কাব্যগ্রন্থে!

Comments

Popular posts from this blog

আমার সত্য (Amar Shotto) by কার্নিভাল ব্যান্ড (Karnival band)