আমার সত্য (Amar Shotto) by কার্নিভাল ব্যান্ড (Karnival band)
তোমার স্পর্শে এ স্বপ্ন,
সত্যের পথে এগিয়ে যাচ্ছে,
তোমার স্মৃতি আমায়,
দিচ্ছে আমায় সত্ত্ব,
আমি বেঁচে আছি তোমার স্পর্শে,
তুমি আমার সত্ত্ব...!
আমি ভালোবাসি.........তোমায়, তুমি আমার...!
জানালার ফাঁকে
স্বচ্ছ এ আকাশ,
তারা গুলো মুচকি হাসছে,
মিষ্টি বাতাসে আমার
ভিজচ্ছে হৃদয় আজ আবার......!
আমি বেঁচে আছি, তোমার স্পর্শে,
তুমি আমার সত্ত্ব,
আমি ভালবাসি.........তোমায়, তুমি আমার...! (2X)
*মিষ্টি বাতাসে নাড়া
ReplyDeleteদিচ্ছে হৃদয় আজ আবার
vul val lyrics den kno vai?
ReplyDelete